Bihar Fire: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে পুড়ে ছাই ৭ টি দোকান, দেখুন ভিডিয়ো

ভোরের আলো তখনও ফোটেনি,সোমবার ভোর ৪ টে নাগাদ আগুন লাগে বলে খবর। জানা গিয়েছে, একটি চায়ের দোকানে ছোট একটি সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটে।

নয়াদিল্লিঃ সোম ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। আগুনে পুড়ে ছাই সাত-সাতটি দোকান। লক্ষ-লক্ষ টাকার ক্ষতি। মাথায় হাত ব্যবসায়ীদের। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar)সিকান্দ্রা (Sikandra) থানার চক বাজার এলাকার একটি বাজারে। ভোরের আলো তখনও ফোটেনি,সোমবার ভোর ৪ টে নাগাদ আগুন লাগে বলে খবর। জানা গিয়েছে, একটি চায়ের দোকানে (Tea Shop)ছোট একটি সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটে। চোখের নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। আর এই আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশেপাশের আরও ছয়টি দোকান। খবর দেওয়া হয় দমকলে। খবর পেতে সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বিশাল বাহিনী। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক। আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। এই ঘটনায় লক্ষ-লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

দেখুন ভিডিয়ো

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)