Nitish Kumar: বিজেপি-র সঙ্গে তীব্র মতবিরোধ JDU-এর, সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক চাইছেন নীতীশ কুমার
বিহারে চরম সঙ্কটে এনডিএ সরকার। বিজেপি-র সঙ্গে নীতীশ কুমারের মতবিরোধ একেবারে চরমে উঠেছে।
বিহারে চরম সঙ্কটে এনডিএ সরকার। বিজেপি-র সঙ্গে নীতীশ কুমারের মতবিরোধ একেবারে চরমে উঠেছে। উদ্ধব ঠাকরের কায়দায় বিজেপি নীতীশের জেডি (ইউ)-তে ভাঙন ধরানোর চেষ্টা করছে, এই আশঙ্কায় কংগ্রেসের সঙ্গে যোগাযোগের চেষ্টায় বিহারের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করতে চেয়ে সময় চেয়েছেন নীতীশ। এর আগে আরজেডি, কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিহারের কুর্সিতে বসেছিলেন নীতীশ। পরে মহাজোট ভেঙে ফের বিজেপি-র সমর্থনে সরকার গড়েন নীতীশ।
২০২০ বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি-র থেকে জেডিইউ অনেক আসন পেলেও নীতীশকেই মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন করেছিলেন মোদী, শাহ। তবে এখন নীতীশকে চাপে রাখছে বিজেপি। আর তাই এনডিএ ছেড়ে ফের কংগ্রেসর সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টায় নীতীশ। আরও পড়ুন-সংসদ সদস্যদের স্বাধীনতা সংগ্রামীদের ছবিতে তৈরি রাখী বিতরণ করছেন বিজেপি নেতা বিজয় গোয়েল, দেখুন ছবি
দেখুন টুইট