Bihar: বিহারের সাড়ে তিন লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষকদের সরকারি কর্মীর মর্যাদা দিচ্ছে নীতীশের সরকার

লোকসভা ভোটের আগে বড় সিদ্ধান্ত নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

Nitish Kumar apologise Photo Credit: Twitter@ANI

লোকসভা ভোটের মুখে বড় সিদ্ধান্ত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। রাজ্যের স্কুলগুলিতে কর্মরত সাড়ে তিন লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের পূর্ণ সময়ের সরকারি কর্মীর মর্যাদা দিচ্ছে নীতীশের বিহার সরকার। বিহারের ওইসব চুক্তিভিত্তিক শিক্ষকরা এবার থেকে সরকারি কর্মীদের মতোই যাবতীয় সুযোগ-সুবিধা ও মর্যাদা পাবেন।

তবে তার আগে সেইসব চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য দিতে হবে একটি পরীক্ষা।

বাধ্যতামূলক সেই পরীক্ষায় বসার পর উত্তীর্ণরা সরাসরি সরকারি চাকরির মর্যাদা পাচ্ছেন। তিনবার এই পরীক্ষায় পাশ করার সুযোগ দেওয়া হবে। তারপরেও যারা এই পরীক্ষায় পাশ করতে পারবেন না তাদের বিষয়টা পরে ঠিক করবে বিহার সরকার।

দেখুন খবরটি

— Hindustan Times (@htTweets) December 26, 2023