Bhopal Drink-Driving Crackdown: মদ্যপ চালক ধরতে অভিনব পন্থা ভোপাল পুলিশের, দেখুন ভিডিও

ভোপাল জুড়ে শুরু হয়েছে ক্যাওয়াক, ব্রেথ অ্যানালাইজারের বদলে মদ্যপ চালক ধরতে এটাতেই সুবিধে

Photo Credit Twiter

চালক সঠিক অবস্থাতে আছেন কিনা তা পরীক্ষা করার জন্য সাধারনত ব্রেথ অ্যানালাইার টেস্ট করা হয়ে থাকে পুলিশের তরফে। তবে ভূপালে যেন নিয়ম একটি আলাদা, এখানে গাড়ি চালাতে গেলে আপনাকে দিতে হবে বিশেষ পরীক্ষা। কি সেই পরীক্ষা? না, আপনাকে করতে হবে ক্যাটওয়াক। এর জন্য ভোপাল পুলিশের তরফ থেকে জায়গায় জায়গায় ককরা হয়েছে সাদা লাইন। সেই সাদা লাইনের ওপর দিয়ে পা প্রায় ১ ফুট উচুতে তুলে আপনাকে হাঁটতে হবে। আর এর মধ্যে দিয়েই নাকি খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে চালক মদ্যপান করেছেন না করেননি।

পুলিশের পক্ষ থেকে জানা গেছে এই পদ্ধতি ব্রেথ অ্যানালাইজার পদ্ধতির থেকে অনেক সহজ ও সময় সাশ্রয়কারী। তাই যারা মদ্যপান করেননি তাদের আগে ভাগে ছাঁটাই করতে সমর্থ এই পদ্ধতি। তবে সুবিধা যাই হোক না কেন । এই ভিডিও আপাতত ভাইরাল। দেখুন সেই ভিডিও

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now