Bogus Bank: ইউপি-র আট জেলায় ভুয়ো ব্যাঙ্ক খুলে ১৭ কোটি টাকার প্রতারণা, ফাঁস চক্র

উত্তরপ্রদেশের ১৭টি জেলায় ভুয়ো ব্যাঙ্ক খোলার অপরাধে তিনজনকে গ্রেফতার করল পুলিশ।

উত্তরপ্রদেশের আটটি জেলায় ৩৮টি শাখা খুলে ভুয়ো ব্যাঙ্ক খোলার অপরাধে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদনের ভুয়ো কাগজ তৈরি করে ব্যাঙ্ক খোলা হয়। তারপর এমন দাবি করে কর্মী নিয়োগ করা হয়। উত্তরপ্রদেশের আট জেলায় খোলা হয় এই ভুয়ো ব্যাঙ্কের মোট ৩৮টি শাখা। মোটা অর্থের সুদের লোভ দেখিয়ে বিভিন্ন জায়গা, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষদের সেই ভুয়ো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হয়। রীতিমত ওয়েবসাইট খুলে অনলাইনেও টাকা জমা নেওয়া হয় সেই ভুয়ো ব্যাঙ্ক।

শতাধিক মানুষকে মিথ্য়া প্রতিশ্রুতি দিয়ে মোট ১৭ কোটি টাকা তোলে সেই প্রতারক। প্রথমে ঠিকমত সুদ দেওয়ার, কয়েক মাস পর বন্ধ হয়ে যেতেই পুলিশের কাছে জমা পড়ে অভিযোগ। এরপরই তদন্তে দেখা যায় সবটাই বড় প্রতারাণা। প্রতারক চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করেছে পুলিশ।

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)