Threat In Bengaluru School: বেঙ্গালুরুর একাধিক স্কুলে হুমকি মেল, আতঙ্কের মুখে কী জানা গেল

Karnataka Dy CM D K Shivakumar (Photo Credit: ANI/Twitter)

বেঙ্গালুরুর (Bengaluru) একাধিক স্কুলে হুমকি মেলের জেরে চাঞ্চল্য ছড়াল। যার জেরে এবার মুখ খুললেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (D K Shivakumar)। কর্ণাটকের (Karnataka) উপমুখ্যমন্ত্রী বলেন, হুমকি মেলের জেরে ভয় পাওয়ার কিছু হয়নি। আর কয়েক ঘণ্টার মধ্যে কর্ণাটকের সাইবার ক্রাইম দফতর অভিযুক্তদের পাকড়াও করবে। যে হুমকি মেল পাঠানো হয়েছে বেঙ্গালুরুর বেশ কয়েকটি স্কুলে, যা পুরোপুরি ভুয়ো বলেও মন্তব্য করেন ডি কে শিবকুমার। পাশাপাশি হুমকি মেলের জন্য ছাত্রছাত্রীদের বাবা-মায়েদের চিন্তা করার কোনও প্রয়োজন নেই বলেও আশ্বস্ত করেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। প্রসঙ্গত বেঙ্গালুরুর যে স্কুলগুলিতে হুমকি মেল আসে, সেখানকার পড়ুয়াদের যেমন নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয়, তেমনি কর্মীদেরও সরানো হয়। কোথা থেকে কীভাবে এই হুমকি মেল এল, তদন্তের মাধ্যমে তার গোড়া উপড়ে ফেলা হবে বলেও আশ্বস্ত করেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার জানান, বেঙ্গালুরু শহরের যে স্কুলগুলিতে হুমকি মেল আসে, সেখানে বোমা রাখা হয়েছে বলে দেওয়া হয় হুমকি। ওই স্কুলগুলিতে বম্ব স্কোয়াড পাঠানো হয়েছে। অভিযুক্তদের পাকড়াও করতে সমস্ত ধরনের পদক্ষেপ করা হয়েছে বলেও জানান বেঙ্গালুরুর পুলিশ কমিশনার।

আরও পড়ুন: Bomb Threat:বেঙ্গালুরুর ১৫টি স্কুলে বোমাতঙ্ক, সন্দেহভাজনদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ 

দেখুন ট্য়ুইট...