Bangladesh: ইউনুস সরকারের আবেদন খারিজ? হাসিনাকে নিয়ে বড় সিদ্ধান্ত ভারতের, বলছে সূত্র
শেখ হাসিনাকে (Sheikh Hasina) এই মুহূর্তে বাংলাদেশে (Bangladesh) ফেরৎ পাঠাচ্ছে না ভারত। মহম্মদ ইউনুসের তদারকি সরকারের আবেদন সত্ত্বেও এই মুহূর্তে বাংলাদেশের হাতে হাসিনাকে তুলে দেবে না দিল্লি (Delhi)। সূত্রের তরফে জানা যাচ্ছে এই খবর। ভারতে (india) থাকার হাসিনার যে ভিসা রয়েছে, তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বাড়ানো হয়েছে। ফলে ইউনুস সরকারের একাধিক দাবির পরও হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশে ফেরৎ পাঠানো হচ্ছে না। প্রসঙ্গত গত ৫ অগাস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনা ইস্তফা দিয়ে ভারতে আসেন। সেই থেকে তিনি দিল্লিতেই রয়েছেন কোনও গোপণ এবং নিরাপদ জায়গায়। হাসিনা দিল্লির কোথায় রয়েছেন, সে বিষয়ে কোনও খবর প্রকাশ্যে আসেনি। এসবের মধ্যেই বাংলাদেশের তরফে হাসিনাকে ফেরতের একাধিক দাবি দিল্লির কাছে করা হয়। ভারতের তরফে এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করা না হলেও, হাসিনা ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর।
শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাচ্ছে না এই মুহূর্তে দিল্লি...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)