Baba Siddique: মানুষের ভিড়ে চোখের জলে বাবা সিদ্দিকিকে শেষ বিদায়, একটা খুনে আরব সাগরের তীরের শহর উত্তাল
তাঁর ইফতার পার্টির দিকে তাকিয়ে থাকত গোটা দেশ। সলমন খান থেকে শাহরুখ খান সহ গোটা বলিউড তাঁর এক ডাকে সাড়া দিয়ে ইফতার পার্টিতে হাজির থাকতেন।
মুম্বই রাজনীতির প্রভাবশালী চরিত্র সেই বাবা সিদ্দিকি (Baba Siddique) গতকাল রাতে মুম্বই দুষ্কৃতীদের গুলিতে খুন হন। এই একটা খুন গোটা মুম্বই শহরকে কাঁপিয়ে দিয়েছে। আরব সাগরের তীরে অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির শেষকৃত্যে কার্যত গোটা মুম্বই রাস্তায় নেমে এল। সেলেব থেকে সাধারণ মানুষ, সবাই এক হয়ে গেলেন। এদিন রাত ৮টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাবা সিদ্দিকির শেষকৃত্য সম্পন্ন হল। মুম্বই লাইনের বাদা কবরস্থানে তাঁর দেহ শায়িত হল।
এদিন, বাবা সিদ্দিকের বাড়িতে যান বাবা সিদ্দিকির অত্যন্ত ঘনিষ্ঠ সলমন খান। প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনও যান তাঁর বাড়িতে। মুম্বইয়ের ছোট-বড় প্রায় সব নেতারাই বাবা সিদ্দিকির বাড়িতে যান। মহারাষ্ট্রের একের পর মন্ত্রীরা ভিড় জমান বাবা সিদ্দিকিকে শেষশ্রদ্ধা জানাতে।
দেখুন ভিডিয়ো
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)