Baba Siddique Murder Case: বাবা সিদ্দিকি হত্যায় চাঞ্চল্যকর তথ্য, অভিযুক্তদের থেকে উদ্ধার ২৮টি কার্তুজ
তদন্ত যত এগোচ্ছে তত স্পষ্ট হচ্ছে অজিত পাওয়ারের এনসিপি-র প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকি-কে খুনের পিছনে সরাসরি হাত রয়েছে কুখ্যাত জেলবন্দি লরেন্স বিষ্ণোই গ্য়াং-য়ের।
তদন্ত যত এগোচ্ছে তত স্পষ্ট হচ্ছে অজিত পাওয়ারের এনসিপি-র প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকি-কে খুনের পিছনে সরাসরি হাত রয়েছে কুখ্যাত জেলবন্দি লরেন্স বিষ্ণোই গ্য়াং-য়ের। একেবারে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে মুম্বইয়ের প্রভাবশালী ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বলিউড তারকাদের কাছের মানুষ বাবা সিদ্দিকি (Baba Siddique)-কে। বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্য সোশ্যাল মিডিয়া পোস্টে স্বীকার করে নেয়, বলিউড তারকা সলমন খান ঘনিষ্ঠ হওয়ার কারণে বাবা সিদ্দিককে খুন করা হয়েছে। নিজের ভাইয়ের অফিসে দশেরার অনুষ্ঠানে যখন বাজি ফাটাচ্ছিলেন বাবা সিদ্দিকি, তখনই অটো চড়়ে এসে তিনজন দুষ্কৃতী আধুনিক বন্দুক থেকে বেশ কয়েকটি গুলি ছোড়ে বাবা সিদ্দিকি-কে লক্ষ্য করে। দুটি গুলি লাগে তাঁর। লীলাবতী হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
দশেরার অনুষ্ঠান ছিল বলে সেই অঞ্চলে বেশ কয়েকজন পুলিশ কর্মী ও নিরাপত্তারক্ষীরা ছিলেন বলে বাবা সিদ্দিকি-কে গুলি ছোড়া দুই দুষ্কৃতীকে ধরে ফেলা হয়। তবে একজন চম্পট দেয়। বিশেষ দল গড়েও এখনও বাবা সিদ্দিকি খুনে তৃতীয় অভিযুক্তর কোনও খোঁজ পায়নি মুম্বই পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে ২৮টি জীবন্ত কার্তুজ উদ্ধার করা হয়। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।
দেখুন খবরটি
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)