Avalanche Hits Sikkim Video: তুষারধসের পর বরফের নীচে কতজন আটকে, সিকিমের নাথুলায় উদ্ধার কাজ সেনার
এবার সিকিমের (Sikkim) নাথুলায় উদ্ধার কাজ শুরু করল ভারতীয় সেনা। ত্রিশক্তি কর্পস এবং ভারতীয় সেনা একযোগে তুষারধস কবলিত নাথুলা থেকে উদ্ধার কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিকিমে তুষারধসের (Avalanche) জেরে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। তবে বরফের নীচে কতজন আটকে রয়েছেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিথছু জানা যায়নি। বিপর্যয় মোকাবিলাকারী দল এবং ভারতীয় সেনা একযোগে যখন উদ্ধার কাজ শুরু করে, সেই তুষার কবলিত এলাকার ছবি দেখে আঁতকে উঠতে শুরু করেছেন মানুষ।
আরও পড়ুন: Avalanche Hits Sikkim Video: সিকিমে ভয়াবহ তুষারধস, বরফ কেটে উদ্ধারের চেষ্টা দুর্গতদের, দেখুন ভিডিয়ো