Explosion in Maharashtra: বুধ সকালে বিস্ফোরণে কাঁপল আবাসন, আহত ১০
ঘটনাস্থলে ফরেন্সিক দল এবং গোয়েন্দা কুকুরের দল। ঘটনাস্থল পর্যবেক্ষণ করা হচ্ছে। কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
নয়াদিল্লিঃ বুধ সকালে মহারাষ্ট্রের(Maharashtra) পালঘর(Palghar) জেলায় ভয়াবহ বিস্ফোরণ(Explosion)। একটি আবাসনে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে খবর। এই ঘটনায় আহত হয়েছেন দশ জন। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে ফরেন্সিক দল এবং গোয়েন্দা কুকুরের দল। ঘটনাস্থল পর্যবেক্ষণ করা হচ্ছে। কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
বুধ সকালে বিস্ফোরণে কাঁপল আবাসন, আহত ১০