Assam Flood: ফুঁসছে ব্রহ্মপুত্র, জল ঢুকেছে গ্রামে, অসমে ক্রমে ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি, দেখুন ভিডিয়ো
এই পরিস্থিতিতে গতকাল, সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সব রকম সাহায্যের আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নয়াদিল্লিঃ অসমে (Assam) ভয়াবহ বন্যা (Flood) পরিস্থিতি। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র (Brahmaputra)। নদীর জল উপচে জল ঢুকেছে গ্রামে। জলের তলায় বহু ঘরবাড়ি। এক বুক জলে দাঁড়িয়ে ঘর থেকে জিনিসপত্র উদ্ধার করতে ব্যস্ত গ্রামবাসীরা। ব্রহ্মপুত্রে প্লাবনের কারণে কাজিরাঙা জাতীয় উদ্যানের (Kaziranga National Park) বিস্তীর্ণ অংশ ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। মৃত্যুর আশঙ্কা বাড়ছে গন্ডার, বুনো মহিষ, হরিণ-সহ বিভিন্ন বন্যপ্রাণীর। এ ছাড়া বিপদসীমা ছুঁয়ে ফেলেছে বুড়িডিহিং,জিয়া ভরালি,ধানসিড়ি,সুবনসিরি,পুথিমারি, বেকি,গুরুং, সঙ্কোশ-সহ বিভিন্ন নদী। সোমবার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে অসমে। ইতিমধ্যেই বন্যার কারণে মৃত্যু হয়েছে ৪৪ জনের। ক্ষতিগ্রস্ত আড়াই লক্ষের বেশি মানুষ। এই পরিস্থিতিতে গতকাল, সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সব রকম সাহায্যের আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেখুন ভিডিয়ো
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)