Arrested Professor For Tantric Rituals: শিক্ষকই যখন 'ভক্ষক', তান্ত্রিকদের সঙ্গে যোগাযোগ করে কিশোরী কন্যাদের পাচার অধ্যাপকের, পাকড়াও পুলিশের
এবার সম্বল পুলিশের (Sambhal Police) তরফে গ্রেফতার করা হল এক অধ্যাপককে। দশরথ সিং সিসোদিয়া নামে ওই অধ্যাপককে গ্রেফতার করে উত্তরপ্রদেশের সম্বল থানার পুলিশ। মথুরার (Mathura) জিএলএ বিশ্ববিদ্যালয়ে পড়াতেন দশরথ সিং। হঠাৎ করে কেন ওই অধ্যাপককে গ্রেফতার করা হয়, এমন প্রশ্ন সামনে এলে ভয়াবহ তথ্য সামনে আসে। রিপোর্টে প্রকাশ,দশরথ সিংয়ের সঙ্গে বেশে কিছু তান্ত্রিকের যোগাযোগ ছিল। দশরথ সিং ওই তান্ত্রিকদের সঙ্গে যোগযোগ রেখে বেশ কিছু কুমারী মেয়েকে সরবারহ করতেন। তান্ত্রিক কাজকর্মের জন্য যে কুমারী মেয়েদের প্রয়োজন হত, সেই কিশোরীদের জোগাড় করতেন এই দশরথ সিং নামের অধ্যাপক। কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে এমন অভিযোগ প্রকাশ্যে আসায় তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। এই এই প্রথম নয়। এর আগে তান্ত্রিক (Tantric Rituals) এবং কিশোরীদের সরবারহ কাণ্ডে ১৪ জনকে পাকড়াও করেছে সম্বল পুলিশ। দশরথ সিংকে নিয়ে পুলিশের গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫-তে।
তান্ত্রিক কাজকর্ম এবং কিশোরী পাচারের অভিযোগে গ্রেফতার অধ্যাপক...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)