Jammu Kashmir:ফের উত্তপ্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে মৃত্যু সেনাবাহিনীর পোষ্য ফ্যান্টমের
এই ঘটনায় মৃত্যু হয় সেনাবাহিনীর কুকুর 'ফ্যান্টম'-এর। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পরে সে।
নয়াদিল্লিঃ ফের রক্তাক্ত উপত্যকা। সোমবার সকালে আখুনুরের সুন্দরবানী সেক্টরের আসানের কাছে সেনাবাহিনীর(Indian Army) কনভয় লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এই ঘটনায় মৃত্যু(Death) হয় সেনাবাহিনীর কুকুর 'ফ্যান্টম'-এর। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পরে সে। তার মৃত্যুতে শোকের ছায়া সেনাদের মধ্যে। ফ্যান্টম-এর মৃত্যুর পর সেনাবাহিণীর তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়, "ফ্যান্টম-এর সততা, একনিষ্ঠতা এবং পরিশ্রমের জন্য ওকে প্রণাম। জম্মু কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে আমাদের প্রিয় ফ্যান্টমের। ওকে আমরা ভুলছি না। ও আমাদের মাঝেই থাকবে।"
ফের উত্তপ্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে মৃত্যু সেনাবাহিনীর পোষ্য ফ্যান্টমের