Manipur Violence: থমথমে মণিপুরে কার্ফুর মাঝে সেনার ভারী বুটের শব্দ, সরকারের বিরুদ্ধে আমরণ অনশনে ছাত্ররা
নতুন করে অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতি সামলাতে আরও বেশী সংখ্যক বাহিনী পাঠিয়েছে কেন্দ্র সরকার। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে বেশ কিছু এলাকায় এখন কার্যত শ্মশানের নিরবতা।
নতুন করে অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতি (Manipur Violence) সামলাতে আরও বেশী সংখ্যক সশস্ত্র বাহিনী পাঠিয়েছে কেন্দ্র সরকার। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে বেশ কিছু এলাকায় এখন কার্যত শ্মশানের নিরবতা। এখনও রাজ্যে বন্ধ ইন্টারেনট পরিষেবা, জারি কার্ফু । থমথমে মণিপুরে সন্ধ্যা থেকে সেনার ভারী বুটের শব্দ। এদিকে, হিংসা থামাতে ব্যর্থ হওয়ায় সরকারের বিরুদ্ধে ইম্ফল সহ বেশ কিছু জায়গায় প্রতিবাদ জানিয়ে আমরণ অনশনে বসেছেন স্থানীয় মানুষ ও ছাত্ররা।
মণিপুরের এই দফার হিংসা পর্বে স্থানীয় মানুষের মধ্যে প্রতিবাদ দেখানোর প্রবণতা দেখা যাচ্ছে। হিংসা থেমে সঠিক প্রশাসনিক উদ্যোগ শান্তি আসার দাবিতে স্থানীয় মানুষ একজোট হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এদিকে, মণিপুরে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করে দ্রৌপদী মুর্মু-কে চিঠি লিখেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
থমথমে মণিপুর