Apache Helicopters: দীর্ঘ ১৫ মাসের অপেক্ষার অবসান, ভারতের হাতে এল প্রথম ব্যাচের ৩ টি অ্যাপাচে এএইচ-৬৪ই অ্যাটাক হেলিকপ্টার
দীর্ঘ ১৫ মাসের অপেক্ষার পর অবশেষে ভারতীয় সেনার হাতে এল ‘উড়ন্ত ট্যাঙ্ক’ নামে পরিচিত অ্যাপাচে কপ্টার (Apache Helicopter)। মঙ্গলবার তিনটি অ্যাপাচে কপ্টার নিয়ে উত্তরপ্রদেশের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে মার্কিন পরিবহণ বিমান। এই নিয়ে ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত হল ২৫টি অ্যাপাচে।
উল্লেখ্য ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ৬টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় ৫ হাজার কোটিরও বেশি) চুক্তি করেছিল ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। চুক্তি অনুযায়ী বাকি ৩টি কপ্টার চলতি বছরের শেষের দিকে ভারতের হাতে তুলে দেবে আমেরিকা।এর আগে ভারতীয় বিমান বাহিনী (Indian Air Force) ২০১৫ সালে মার্কিন সরকার (US Govt) এবং বোয়িংয়ের সঙ্গে একটি চুক্তির আওতায় ২২টি অ্যাপাচে হেলিকপ্টার কিনেছিল।
এই অত্যাধুনিক অ্যাপাচে কপ্টারগুলিতে হেলফায়ার ক্ষেপণাস্ত্র এবং রকেটের পাশাপাশি রয়েছে ৩০ এমএম অটোক্যানন। এই অটোক্যানন দুমিনিটে ১২০০ রাউন্ড গুলি ছুড়তে সক্ষম। প্রয়োজনে ১ মিনিটের মধ্যে ২৮০০ ফুট উচ্চতায় উঠে যেতে পারে এই কপ্টারগুলি। অ্যাপাচে এএইচ-৬৪ই হেলিকপ্টারগুলি তাদের ক্ষিপ্রতা, ফায়ারপাওয়ার এবং উন্নত টার্গেটিং সিস্টেমের জন্য পরিচিত। ফলত এই কপ্টারগুলিকে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবেই দেখা হচ্ছে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)