Bandhavgarh Elephant Death: বান্ধবগড়ে ফের হাতির মৃত্যু, দানা বাঁধছে রহস্য
জানা গিয়েছে, ওই হাতির পালে মো১৩ টি হাতি ছিল। তার মধ্যে ৯ টি হতির মৃত্যু হয়েছে।
ভোপালঃবান্ধবগড়ে(Bandhavgar) ফের হাতির মৃত্যু। বুধবার জঙ্গল থেকে উদ্ধার আরও একটি হাতির(Elephant) দেহ। একের পর এক হাতির মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য। এর পিছনে কোনও স্বরযন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখার ডাক দিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। মঙ্গলবার বান্ধবগড়ের জঙ্গল থেকে উদ্ধার হয় সাত সাতট হাতির দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এরপরই বুধবার মিলেছে একটি বাচ্চা হাতির দেহ। জানা গিয়েছে, ওই হাতির পালে মো১৩ টি হাতি ছিল। তার মধ্যে ৯ টি হতির মৃত্যু হয়েছে। বাকি হাতিদের কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে।
বান্ধবগড়ে ফের হাতির মৃত্যু, দানা বাঁধছে রহস্য