Digital Arrest Scam in Pune: সাইবার প্রতারণার শিকার চিকিৎসক,প্রতারকদের ফাঁদে পা দিয়ে খোয়া গেল ৭০ লক্ষ টাকা
ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুনে সাইবার ক্রাইম ব্রাঞ্চ।
নয়াদিল্লিঃ দেশে ফের সাইবার প্রতারণার(Cyber Crime) ঘটনা। প্রতারকদের ফাঁদে পা দিয়ে ৭০ লক্ষ টাকা খোয়ালেন চিকিৎসক(Anesthesiologist)। ঘটনাটি ঘটেছে পুনেতে(Pune)। দিল্লির সিআইডি আধিকারিকের(Delhi CID) পরিচয় দিয়ে ওই চিকিৎসকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। অভিযোগ,সিআইডি অফিসারের পরিচয় দিয়ে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন এক ব্যক্তি। ওই চিকিৎসকে জানানো হয়, আন্তর্জাতিক অঙ্গপ্রত্যঙ্গ পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ডিজিটাল অ্যারেস্ট(Digital Arrest Scam)করা হয়েছে তাঁকে। এরপর বিভিন্নভাবে ভয় দেখিয়ে ধাপে ধাপে ওই চিকিৎসকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৭০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। এই ঘটনাটি ঘটে ফেব্রুয়ারি মাসে। পরে পুলিশের দ্বারস্থ হন ওই চিকিৎসক। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুনে সাইবার ক্রাইম ব্রাঞ্চ। খতিয়ে দেখা হচ্ছে চিকিৎসকের ফোন রেকর্ড।
প্রতারকদের ফাঁদে পা দিয়ে ৭০ লক্ষ টাকা খোয়ালেন
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)