Police Save Driver's Life Video: কড়া রোদে হঠাৎ হার্ট অ্যাটাক, একটানা চেষ্টায় গাড়ি চালকের প্রাণ বাঁচাল পুলিশ, দেখুন ভিডিয়ো
গাড়ি চালকের প্রাণ বাঁচালেন পুলিশ কর্মী (Police)। প্রচণ্ড রোদ এবং তাপে হঠাৎ করে এক গাড়ি চালক রাস্তার মাঝে সজ্ঞাহীন হয়ে পড়েন। কোনওরকম সাড়া শব্দ তাঁর ছিল না। যা দেখতে পেয়ে তাঁর কাছে ছুটে যান এক পুলিশ কর্মী। হার্ট অ্যাটাকে (Heart Attack) যাতে গাড়ি চালকের প্রাণ না যায়, সে বিষয়ে সমস্ত চেষ্টা শুরু করেন অন্ধ্রপ্রদেশের ওই পুলিশ কর্মী। সেই সঙ্গে ১১২ (এমার্জেন্সি) নম্বরে ফোন করে। আপৎকালীন নম্বরে ফোন করতেই সেখানকার কর্মীরা সংশ্লিষ্ট জায়গায় এসে হাজির হন। সেই সঙ্গে ওই পুলিশ কর্মীর অফুরন্ত চেষ্টায় গাড়ির চালকের নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে পড়তে শুরু করে। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) নন্দিগামা এলাকায় এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য শুরু হয়। নন্দিগামায় যে ব্যক্তির হার্ট অ্যাটাক হয়, তাঁর প্রাণ রক্ষা করেন বিজয়ওয়াড়া সিটি পুলিশ। যে ভিডিয়ো (Video) প্রকাশ্যে আসতেই পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন সাধারণ মানুষজবন। এমনকী পুলিশই এই সমাজের সঠক বন্ধু বলেও মন্তব্য করেন অনেকে।
গাড়ি চালকের প্রাণ রক্ষা পুলিশের...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)