Andhra Pradesh Horror:জমি নিয়ে বিবাদের জেরে কুড়াল দিয়ে বোনকে কোপ ভাইয়ের, ঘটনার ভিডিও দেখে শিউড়ে উঠল নেটিজেনরা (দেখুন ভিডিও)

পুলিশ জানায়, গারলাদিন মন্ডলের পেনাকাছেরলা বাঁধ গ্রামে বসবাসকারী শেখ জিলান বাশারের কিছু দিন ধরেই পরিবারের সদস্যদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল।সেই গন্ডগোলের জের ধরে মঙ্গলবার সকালে বাড়িতে জায়গা নিয়ে বড় বোন মাহবুব্বির সঙ্গে ঝগড়া হয় জিলান বাশার।

Andhra Pradesh Shocking Video Photo Credit: X@

জমি নিয়ে বিবাদের জেরে এক মর্মান্তিক ঘটনা ঘটল অনন্তপুর জেলায়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায়  বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে বড় বোন ও তার মেয়েকে কুড়াল দিয়ে হামলা করছে এক ব্যক্তি। পুলিশ জানায়, গারলাদিন মন্ডলের পেনাকাছেরলা বাঁধ গ্রামে বসবাসকারী শেখ জিলান বাশারের কিছু দিন ধরেই পরিবারের সদস্যদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল।সেই গন্ডগোলের জের ধরে মঙ্গলবার সকালে বাড়িতে জায়গা নিয়ে বড় বোন মাহবুব্বির সঙ্গে ঝগড়া হয় জিলান বাশার। এরকম সময়েই জিলান রাগে তার বোনকে কুড়াল দিয়ে আঘাত করে। সেখানে থাকা মাহবুব্বির মেয়ে শাকুনবি তাকে বাধা দিতে যাচ্ছিল। তাকেও কুড়াল দিয়ে হামলা চালায় জিলান।হামলায় মাহাবুবি গুরুতর আহত হন। আশেপাশের লোকজন তাদের থামিয়ে দ্রুত আহতদের অনন্তপুরের সরকারি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে। এসআই মোহাম্মদ ঝাউস জানান, হামলার সঙ্গে জড়িত জিলানকে আটক করা হয়েছে।

দেখুন সেই ঘটনার ভিডিও-

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)