Andhra Pradesh Assembly Election: জগন রেড্ডি নাকি চন্দ্রবাবু নায়ডু? অন্ধ্রে কাদের সরকার থাকবে, ভাগ্যবিচার হবে আর কিছুক্ষণ পর

দেশজুড়ে যেমন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ আজ, তেমনই ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের বিধানসভা ভোটের রেজাল্টের দিকে নজর রয়েছে সকলের। বিশেষ করে অন্ধ্রের সরকার এই বিধানসভা নির্বাচনে পাল্টে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সকাল ৮টা থেকে শুরু হবে গণনা। ১৯-এর বিধানসভা নির্বাচনে ওয়াইএসআরসিপি অর্থাৎ জগন মোহন রেড্ডি (Y. S. Jagan Mohan Reddy) ১৫১টি আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। অন্যদিকে, টিডিপি-র এন চন্দ্রবাবু নায়ডু (N. Chandrababu Naidu) পেয়েছিল ২৩টি আসন। তবে এবার ভাগ্য বদলাতে পারে নায়ডুর। এখন দেখার জগন রেড্ডিরা ফের অন্ধ্রে সরকার গঠন করে নাকি ক্ষমতা আসবে তেলুগু দেশম পার্টি।