Amit Shah On Manipur Issue: মণিপুরে হিংসা রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ অমিত শাহের, দু'পক্ষের সঙ্গেই বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত ১৩ মাস ধরে চালানো হিংসাপর্বে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার, মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শাহ জানান মেইতেই(Meitei) এবং কুকি (Kuki), দুই সম্প্রদায়ের সঙ্গেই খুব শীঘ্র বৈঠক করবেন তিনি।

নয়াদিল্লিঃ ফের নতুন করে অশান্ত হচ্ছে মণিপুর (Manipur), এই খবর পেয়ে পরিস্থিতি বাগে আনতে উচ্চ পর্যায়ের বৈঠক সারলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এরপরই বিগত ১৩ মাস ধরে চালানো হিংসাপর্বে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার, মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শাহ জানান মেইতেই(Meitei) এবং কুকি (Kuki), দুই সম্প্রদায়ের সঙ্গেই খুব শীঘ্র বৈঠক করবেন তিনি। তাঁর কথায়, ‘‘মণিপুরে জাতিগত বিভাজনের রাজনীতিতে ইতি টানতে শীঘ্রই মেইতেই এবং কুকি দু’তরফের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে কেন্দ্র। বৈঠক শেষে এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, মণিপুরের সমস্ত নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর। ’’