Amarnath Yatra 2024: অমরনাথ যাত্রার জন্য অফলাইন রেজিস্ট্রেশন শুরু; তীর্থযাত্রীদের বিশাল ভিড় সরস্বতী ধামে (দেখুন ভিডিও)

কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ১৪১ কিলোমিটার দূরে অবস্থিত লাদার উপত্যকায় অবস্থিত অমরনাথের পবিত্র গুহা । সমুদ্রতল থেকে ১২,৭৫৬ ফুট উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহা এত উপরে অবস্থিত হওয়ায় বছরের বেশিরভাগ সময়টা হিমবাহ ও বরফে ঢাকা থাকে।

Amarnath Yatra Offline Registration Photo Credit: Twitter@ANI

কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ১৪১ কিলোমিটার দূরে অবস্থিত লাদার উপত্যকায় অবস্থিত অমরনাথের পবিত্র গুহা । সমুদ্রতল থেকে ১২,৭৫৬ ফুট উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহা এত উপরে অবস্থিত হওয়ায় বছরের বেশিরভাগ সময়টা হিমবাহ ও বরফে ঢাকা থাকে। তবুও প্রতি বছর এই দুর্গম স্থানে যাওয়ার জন্য ভক্তদের মধ্যে সাড়া পড়ে যায়। গত ১৫ এপ্রিল থেকে অনলাইনের রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। এখন যাত্রা শুরুর ৩ দিন আগে শুরু হল অফলাইন রেজিস্ট্রেশন। সকাল থেকেই ভক্তদের বিশাল ভিড় লক্ষ্য করা যায় শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড এর সরস্বতী ধামের অফিসে। দেখুন সেই ভিডিও-