Allahabad High Court: তিন বছরের শিশুকে ধর্ষণ-খুনের দায়ে ফাঁসির সাজা কমিয়ে ৩০ বছরের জেল

তিন বছর আগে উত্তরপ্রদেশের এক শিশু কন্যাকে খুন ও ধর্ষণের দায়ে ২৫ বছরের এক ব্যক্তিকে ফাঁসির সাজা দিয়েছিল জেলা আদালত। কিন্তু সব দিক বিবেচনা করে ধর্ষক-খুনির ফাঁসি রদ করল এলাহাবাদ হাইকোর্ট।

Rape in UP Photo Credit: Twitter@latestly

তিন বছর আগে উত্তরপ্রদেশের এক শিশু কন্যাকে খুন ও ধর্ষণের দায়ে ২৫ বছরের এক ব্যক্তিকে ফাঁসির সাজা দিয়েছিল জেলা আদালত। কিন্তু সব দিক বিবেচনা করে ধর্ষক-খুনির ফাঁসি রদ করল এলাহাবাদ হাইকোর্ট। দোষীর বয়সের কথা বিবেচনা করে তাকে ভুল শুধরে নেওয়ার সুযোগ দিতে ফাঁসির বদলে ৩০ বছরের জেলের সাজা দিলেন এলাহাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ- বিচারপতি অশ্বিনী কুমার মিশ্র ও সৈয়দ আফতার হুসেন রিজভি। অভিযুক্ত ব্যক্তির আগে কোনও অপরাধ করার রেকর্ড চিল না, সেই কথা বিচার করে তাকে ভুল শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হল বলে বিচারপতিরা জানিয়েছেন। তবে ৩০ বছরের জেলের সাজার মাঝে কখনও কোনও শর্তেই তাকে জামিন দেওয়া হবে না বলে সাফ জানালেন বিচারপতিরা।

২০২১ সালের অক্টোবরে ৩ বছরের এক কন্যা শিশুকে লোভ দেখিয়ে নিজের ঘরে ডেকে এনে ধর্ষণ করে। শিশুটি চিতকার করে তাকে খুন করে পালায় সে।

দেখুন খবরটি

 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)