Ajmer Blackmail Case: আজমেরে শতাধিক তরুণীর অশ্লীল ছবি ফাঁসের ভয় দেখিয়ে ব্ল্যাকমেল, দোষী সাব্যস্ত টারজন সহ ৬
৩১ বছর পর বাদে দোষী সাব্যস্ত হল ৬ অভিযুক্ত। ১৯৯২ সালে রাজস্থানের আজমেরে অশ্লীল ছবি ফাঁসের ভয় দেখিয়ে শতাধিক তরুণী, কিশোরীর শ্লীলতাহানী, গণধর্ষণ করা হয়েছে এমন ব্ল্যাকমেল কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছিল।
৩১ বছর পর বাদে দোষী সাব্যস্ত হল ৬ অভিযুক্ত। ১৯৯২ সালে রাজস্থানের আজমেরে অশ্লীল ছবি ফাঁসের ভয় দেখিয়ে শতাধিক তরুণী, কিশোরীর শ্লীলতাহানী, গণধর্ষণ করা হয়েছে এমন ব্ল্যাকমেল কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছিল। এই কাণ্ডে জড়িতে থাকার অভিযোগে গ্রেফতার হয় নাশিপস চিস্টি, নাসিম ওরফে টারজানের মত প্রভাবশালীরা। সেই মামলার ৩১ বছর পর পোসকো আইনে ওই দু জন সহ মোট ৬ জনকে দোষী সাব্যস্ত করা হল। এবার তাদের সাজা ঘোষণা করা হবে। ১১ থেকে ২০ বছরের মেয়েদের অশ্লীল ছবি ফাঁসের ভয় দেখিয়ে তাদের শ্লীলতাহানী, ধর্ষণের অভিযোগে গোটা দেশের কাছে চাঞ্চল্যের মামলা হয়ে দাঁড়ায় 'আজমের ব্ল্যাকমেল কেস'।
দেখুন কীভাবে অভিযুক্তদের নিয়ে যাওয়া হচ্ছে, ভিডিয়ো