Airport Inaguration: চেন্নাই বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
২,২০,৯৭২ স্কোয়্যার মিটার এলাকা জুড়ে তৈরি এই নতুন টার্মিনাল
চেন্নাইতে এয়াপোর্টের নতুন টার্মিনালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এপ্রিলের ৮ তারিখে উদ্বোধন করা হবে নতুন এই টার্মিনালের। শনিবার বেলা ৩ টের সময় চেন্নাইতে পৌছে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশনের করা একটি টুইট শেয়ার করে প্রধানমন্ত্রী জানান, চেন্নাইয়ের পরিকাঠামোর ক্ষেত্রে এই টার্মিনাল একটি গুরুত্বপূর্ণ যোগ।
এটি যোগাযোগকে শক্তিশালী করবে এবং অর্থনীতিকে লাভদায়ক করবে বলে জানান তিনি।
২,২০,৯৭২ স্কোয়্যার মিটার এলাকা জুড়ে তৈরি এই নতুন টার্মিনাল। বার্ষিক ৩৫ মিলিয়ন প্যাসেঞ্জার বহন করা এই এয়ারপোর্টের নতুন টার্মিনালের ফলে আরো অনেক ভালো পরিষেবা দিতে সক্ষম হবে চেন্নাই বিমানবন্দর।