Flash Flood: ঘূর্ণিঝড় দানার পর হড়পা বানের কবলে ওড়িশা

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ওড়িশার বিস্তীর্ণ অংশ। এর মাঝেই বালাসোর-ভদ্রকে ফের হড়পা বান।

ওড়িশায় হড়পা বান (ছবিঃX)

নয়াদিল্লিঃ ঘূর্ণিঝড় ডানার(Cyclone Dana) পর এবার হড়পা বানের(Flash Flood) শিকার ওড়িশা(Odisha)। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ওড়িশার বিস্তীর্ণ অংশ। এর মাঝেই বালাসোর-ভদ্রকে ফের হড়পা বান। একটানা বৃষ্টি জেরে হড়পা বান নামে। যার জেরে জলমগ্ন একাধিক গ্রাম। মূলত বুধবালাং নদীতে বান নামে। এ ছাড়া জলস্তর বৃদ্ধি হয়েছে সোনো ও কংশবংশ নদীর। প্রশাসনের তরফে জোরকদমে চলছে উদ্ধারকাজ।

ঘূর্ণিঝড় দানার পর হড়পা বানের কবলে ওড়িশা