Arvind Kejriwal: কেজরির গ্রেফতারির পর আপের প্রথম বৈঠকের ডাক, মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন কে?

রবিবার ইডি হেফাজত থেকে প্রথমবার সরকারি নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রী। এদিন বেলা সাড়ে ১১টা থেকে দলীয় বৈঠকের ডাক দেওয়া হয়।

Arvind Kejriwal (Photo Credits: ANI)

দলের আহ্বায়ক তথা আপ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারির পর প্রথমবার বৈঠকে বসতে চলেছে তাঁর দল। অন্যদিকে রবিবার ইডি হেফাজত থেকে প্রথমবার সরকারি নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রী। এদিন বেলা সাড়ে ১১টা থেকে দলীয় বৈঠকের ডাক দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক সন্দীপ পাঠক। আম আদমি পার্টির ( Aam Admi Party) সমস্ত নেতা, বিধায়ক, কাউন্সিলর এবং পদাধিকারীদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। আপ সূত্রে খবর, দলের ভবিষ্যত কৌশল নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীত্বে অনড় কেজরিওয়াল, জেলে বসেই প্রথম সরকারি নির্দেশ জারি

দেখুন টুইট...