Aditya L1 Mission Launch Date: চন্দ্রযানের পরে এবার সূর্যের পথে ইসরো, শনিবার দুপুরেই শুরু আদিত্য এল১ মিশন (দেখুন টুইট)

মূলত সূর্য নিয়ে ‘পড়াশোনা’র জন্যই এই অভিযান।আদিত্য-এল ১ মিশন সাতটি পে-লোড নিয়ে মহাকাশে যাবে। সূর্যকে অধ্যয়ন করতে আদিত্য-এল ১ ই হবে পৃথিবীর প্রথম উপগ্রহ, জানিয়েছে ইসরো।

Solar Mission Aditya 1 Photo Credit: Twitter@isro

চন্দ্রযানের সাফল্যের পর এবার সূর্যের পথে ইসরো (ISRO)। আগামী সপ্তাহেই সৌর অভিযানে নামতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো. ইসরো প্রধান এস সোমনাথ ইতিমধ্যেই এই তথ্য জানিয়েছেন।  এবার সূর্য মিশন নিয়ে বড় ঘোষণা করল ইসরো( ISRO)। আদিত্য এল১ (Aditya L1) মিশনের উৎক্ষেপণের তারিখ ঘোষণা করে ইসরো অধুনা টুইটারে (X) পোস্ট করেছে যে সোলার মিশনটি আগামী শনিবার অর্থাৎ ২ সেপ্টেম্বর সকাল ১১.৫০ মিনিটে শ্রীহরিকোটার লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপন করা হবে।মূলত সূর্য নিয়ে ‘পড়াশোনা’র জন্যই এই অভিযান।আদিত্য-এল ১ মিশন সাতটি পে-লোড নিয়ে মহাকাশে যাবে। সূর্যকে অধ্যয়ন করতে আদিত্য-এল ১ ই হবে পৃথিবীর প্রথম উপগ্রহ, জানিয়েছে ইসরো। পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন বা ১৫ লক্ষ কিলোমিটার দূরে সূর্যের শেষ অক্ষে পাঠানো হবে আদিত্য-এল১ মহাকাশযান (Aditya-L1)।

 

আগামী ২ সেপ্টেম্বরই সূর্য অভিযানের (Solar Mission) সূচনা হতে চলেছে।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now