Wayanad Landslide: ধসে বিপর্যস্ত ওয়েনাড়ের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মোহনলাল, ভয়াবহতা দেখে আঁতকে উঠলেন অভিনেতা

শনিবার ধসে বিধ্বস্ত এলাকার সেনা ঘাঁটিগুলোতে গিয়ে দেখা করে উদ্ধারকাজের সঙ্গে যুক্ত জওয়ানদের সঙ্গে। ওয়েনাড়ের ভূমিধসের ঘটনাকে দেশের অন্যতম বৃহত্তম বিপর্যয় বলে চিহ্নিত করেন তিনি।

Actor Mohanlal Visits Wayanad Landslide affected areas (Photo Credits: ANI)

Wayanad Landslide: বৃষ্টি এবং ধসে বিপর্যস্ত ওয়েনাড়ের ক্ষতিগ্রস্ত পুনচিরি মাত্তম গ্রাম পরিদর্শনে গেলেন দক্ষিণী অভিনেতা তথা লেফটেন্যান্ট কর্নেল মোহনলাল (Mohanlal)। শনিবার ধসে বিধ্বস্ত এলাকার সেনা ঘাঁটিগুলোতে গিয়ে দেখা করে উদ্ধারকাজের সঙ্গে যুক্ত জওয়ানদের সঙ্গে। অভিনেতার পরনে সেনা বাহিনীর উর বিপর্যয়ের ভয়াবহ দৃশ্য দেখে অভিনেতা বললেন, 'আমরা ঘটনার গভীরতা তখনই বুঝতে পারি যখন আমরা তা খুব কাছ থেকে তাকে পরিদর্শন করি। এখনও বিপুল কাদার স্তূপ রয়েছে দিকে দিকে। তার মধ্যে প্রাণ আটকে রয়েছে কিনা আমরা জানি না'। উদ্ধারকাজের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানান বর্ষীয়ান অভিনেতা। ওয়েনাড়ের ভূমিধসের ঘটনাকে দেশের অন্যতম বৃহত্তম বিপর্যয় বলে চিহ্নিত করেন তিনি। মোহনলাল আরও বলেন, 'বিপর্যয় আমাদের থেকে যা কেড়ে নিয়েছে তা আমরা আর কখনও ফিরে পাবো না। তবে ক্ষতিগ্রস্ত, সর্বহারা মানুষদের কীভাবে আমরা সাহায্য করতে পারি তা আমাদের নিশ্চিত করতে হবে'।

ওয়েনাড় পরিদর্শনে মোহনলাল...