Accident: ঈদ উপলক্ষ্যে মামাবাড়ি গিয়েছিল, স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে গেল চার বোন

ঈদ-উল-আজহা উদযাপনের জন্য রেহরা বাজার থানা এলাকায় তাদের মামার বাড়িতে ছিলেন। সন্ধ্যায় নদীতে স্নান করতে গিয়েছিল তারা। এরপর গভীর জলে তলিয়ে যায় তারা। গ্রামবাসীরা তাদের উদ্ধার করতে ছুটে এলেও শেষমেশ ব্যর্থ হন।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ শখ করে নদীতে স্নান করতে নেমেছিল তারা, কে জানত কপালে লেখা রয়েছে এই পরিণতি! নদীতে তলিয়ে গেল একই পরিবারের চার বোন। তারা প্রত্যেকেই নাবালিকা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুরের রেহরা বাজার থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, কালু বাঙ্কট গ্রামের বাসিন্দা রাজুর মেয়ে রেশমা (১৩), আফসানা (১১), গুড্ডি (৯) এবং লালি (৭) ঈদ-উল-আজহা উদযাপনের জন্য রেহরা বাজার থানা এলাকায় তাদের মামার বাড়িতে ছিলেন। সন্ধ্যায় নদীতে স্নান করতে গিয়েছিল তারা। এরপর গভীর জলে তলিয়ে যায় তারা। গ্রামবাসীরা তাদের উদ্ধার করতে ছুটে এলেও শেষমেশ ব্যর্থ হন।