Fire: উৎসবের মাঝে বিপত্তি, পুড়ে ছাই গুদাম, দেখুন ভিডিয়ো
বুধবার রাতে ঘটনাটি ঘটেছে লখনউয়ের শ্রীনগর কলোনীতে। আচমকাই আগুন লাগে একটি গুদামে। আগুনের ভয়াবহতা ছিল তীব্র।
নিয়াদিল্লিঃ উৎসবের(Festival) মাঝে বড়সড় বিপত্তি। লখনউয়ে(Lucknow) পুড়ে ছাই গুদাম। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে লখনউয়ের শ্রীনগর(Srinagar) কলোনীতে। আচমকাই আগুন(Fire) লাগে একটি গুদামে। আগুনের ভয়াবহতা ছিল তীব্র। নিমেষে পুড়ে ছাই হয়ে যায় গুদামে মজুত জিনিসপত্র। খবর পেয়ে সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। এই ঘটনায় ফায়ার অফিসার প্রশান্ত কুমার বলেন, "আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। আমারা রাত ৯.৩০ নাগাদ খবর পাই যে শ্রীনগর কলোনীর একটি গুদামে আগুন লেগেছে। সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।" কীভাবে লাগল এই আগুন তা যদিও এখনও অজানা।
উৎসবের মাঝে বিপত্তি, পুড়ে ছাই গুদাম, দেখুন ভিডিয়ো