Mumbai: ভুয়ো পুলিশ অফিসার সেজে বাইক আরোহীর থেকে ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দিল এক ব্যক্তি, তদন্তে মুম্বই পুলিশ

রাস্তায় থুতু ফেলেছিল এক বাইক আরোহী। আর সেই অভিযোগ মুম্বই পুলিশের এক আধিকারিক সেজে ৪০ হাজার টাকা হাতালো এক ব্যক্তি।

প্রতীকী ছবি (File Photo)

রাস্তায় থুতু ফেলেছিল এক বাইক আরোহী। আর সেই অভিযোগ মুম্বই পুলিশের এক আধিকারিক সেজে ৪০ হাজার টাকা হাতালো এক ব্যক্তি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মুলুন্ডে (Mulund)। জানা যাচ্ছে, এদিন সকালে ৫৮ বছর বয়সী এক ব্যক্তি বাইক চালানোর সময় রাস্তায় থুতু ফেলে। তখন তাঁর পথ আটকায় পুলিশের পোশাকধারী এক ব্যক্তি। নারকোটিক্স বিভাগের আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ দেওয়ার হুমকি দেয় ওই ব্যক্তি। ভয়ে তাঁকে ৪০ হাজার টাকা দিয়েও দেয় ওই বাইক আরোহী। এমনকী ওই ব্যক্তির বাইকের চাবিও কেড়ে নিয়ে পালায় ভুয়ো পুলিশকর্মী। এদিকে প্রতারিত হয়েছে বুঝতে পেরে তড়িঘড়ি স্থানীয় থানায় অভিযোগ জানায় ওই ব্যক্তি। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।

দেখুন পোস্ট

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now