Viral Video: ৫০ লক্ষ টাকার বেআইনি মদের বোতল নষ্ট করছিল পুলিশ, অবাধে মদ লুঠতে হামলা স্থানীয়দের, ভাইরাল ভিডিয়ো

সঙ্গে-সঙ্গে ঘটনাস্থিলে পাঠানো হয় আরও পুলিশ বাহিনী। শেষমেশ পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অবাধে মদ লুঠ (ছবিঃX)

নয়াদিল্লিঃ প্রায় ৫০ লক্ষ টাকার বেআইনি মদের(Illicit Alcohol) বোতল গুড়িয়ে দিতে উদ্যত হয়েছিল পুলিশ(Police)। আর এরই মাঝে ফ্রিতে মদ লুঠে নিতে হাজির স্থানীয়রা। পুলিশের সামনে অবাধে চলল মদ লুঠ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্তের ভিডিয়ো। জানা গিয়েছে, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh ) গুন্টুর জেলায়। প্রায় ৫০ লক্ষ টাকার বেআইনি মদ বাজেয়াপ্ত করে পুলিশ। বুলডোজার দিয়ে যখন মদ নষ্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে তখনই সেখানে হামলে পড়ে একদল যুবক। পুলিশের সামনেই দু'হাত ভরে মদের বোতল নিয়ে পালায় তারা। নিমেষে হুলুস্থুলু পড়ে যায়। ভিড় সামলাতে কার্যত হিমিশিম খেতে হয় পুলিশকে। সঙ্গে-সঙ্গে ঘটনাস্থিলে পাঠানো হয় আরও পুলিশ বাহিনী। শেষমেশ পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Guntur: In a surprising turn of events, a group of individuals in Andhra Pradesh grabbed bottles of illicit alcohol while police were in the process of destroying them.pic.twitter.com/2aZoijoNEe

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif