Uttar Pradesh: সিঙ্গারার মধ্যে মরা ব্যাঙের পা, আটক মিষ্টি বিক্রেতা
সেই অভিযোগের ভিত্তিতে ওই দোকানের মালিককে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে সিঙ্গারাটির খাদ্যমান বিচারের জন্য পরীক্ষা করতে পাঠানো হয়েছে বলে খবর। এই ঘটনার পর ওই দোকানে তালা পড়েছে।
নয়াদিল্লিঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়( Social Media)ভাইরাল(Viral) হয়েছে একটি ভিডিয়ো(Video)। যাতে দেখা যাচ্ছে একটি সিঙ্গারার (Samosa) মধ্যে রয়েছে একটি মৃত ব্যাঙের(Frog) পা। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) গাজিয়াবাদে(Ghaziabad)। 'বিকানের সুইটস(Bikaner Sweets)' থেকে সিঙ্গারা কিনেছিলেন এক ব্যাক্তি। খিদের পেটে সিঙ্গারায় কামর দিতেই চক্ষু চড়ক গাছ তাঁর। সিঙ্গারার মধ্যে মরা ব্যাঙের পা দেখে রাগে ফেটে পড়েন তিনি। দোকনের মধ্যেই উত্তেজনার সৃষ্টি হয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই ব্যাক্তি। সংশ্লিষ্ট মিষ্টির দোকানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ওই দোকানের মালিককে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে সিঙ্গারাটির খাদ্যমান বিচারের জন্য পরীক্ষা করতে পাঠানো হয়েছে বলে খবর। এই ঘটনার পর ওই দোকানে তালা পড়েছে।
गाजियाबाद, UP में समोसे के अंदर मेंढक की टांग निकली है। मामला बीकानेर स्वीट्स का है। पुलिस ने दुकानदार को कस्टडी में लिया। फूड विभाग ने सैंपल जांच को भेजे। pic.twitter.com/SBcsEs8nMr
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)