Uttarakhand: মাটিতে ফেলে কিশোরকে চড়, ঘুষি মারল মা, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার অভিযুক্ত

এক নাবালকের ওপর নৃশংস অত্যাচার চালালো তাঁর মা। ঘটনাটি ঘটেছে হরিদ্বারের রুরকি এলাকার ঝাব্রেদা গ্রামে। জানা যাচ্ছে, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, অভিযুক্ত মহিলা তাঁর ছেলেকে মাটিতে ফেলে তাঁর ওপর বসে লাগাতার চড় মেরে যাচ্ছে।

এক নাবালকের ওপর নৃশংস অত্যাচার চালালো তাঁর মা। ঘটনাটি ঘটেছে হরিদ্বারের রুরকি এলাকার ঝাব্রেদা (Jhabreda Village) গ্রামে। জানা যাচ্ছে, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, অভিযুক্ত মহিলা তাঁর ছেলেকে মাটিতে ফেলে তাঁর ওপর বসে লাগাতার চড় মেরে যাচ্ছে। সেই সঙ্গে পিঠে চলছে কিল ও ঘুষি। ছেলেটি চিৎকার করে কাঁদছে ও মায়ের কাছে ক্ষমা চাইছে। কিন্তু মহিলা সেই সব শুনতে নারাজ। রাগের বশে নিজের ৮ বছরের বাচ্চাকে মেরেই যাচ্ছে। এখানেই ক্ষান্ত হহনি ওই মহিলা, রাগের মাথায় ছেলেকে দুইবার কামড়েও দিলেন। এরপর নিজের ছেলের মাথা সিমেন্টের মেঝেতে ঠুকেও দিয়েছেন। তারপর কোনওমতে কিশোরটি মায়ের হাত থেকে পালিয়ে বাঁচে। আর এই গোটা ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। বুধবারই ওই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে উত্তরাখণ্ড পুলিশ।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)