Black Magic: মানুষের হাড়ের গুঁড়ো খেলে হবে সন্তান! তান্ত্রিকের দাওয়াই স্ত্রীকে খাইয়ে জেলে স্বামী

বিয়ের বেশ কয়েক বছর পরেও সন্তান হচ্ছিল না মহিলার। আর তাই মহারাষ্ট্রে পুণের উচ্চশিক্ষিত এক পরিবারে সদস্যরা তান্ত্রিকের কাছে নিয়ে যান মহিলা। সেই তান্ত্রিকের কালো জাদুর দাওয়াই ছিল সন্তান পেতে হলে মহিলাকে খেতে হবে মানুষের হাড়ের গুঁড়ো।

'Tantrik' Called to 'Cure' Schoolgirls Photo Credit: Twitter@@news24tvchannel

বিয়ের বেশ কয়েক বছর পরেও সন্তান হচ্ছিল না মহিলার। আর তাই মহারাষ্ট্রে পুণের উচ্চশিক্ষিত এক পরিবারে সদস্যরা তান্ত্রিকের কাছে নিয়ে যান মহিলা। সেই তান্ত্রিকের কালো জাদুর দাওয়াই ছিল সন্তান পেতে হলে মহিলাকে খেতে হবে মানুষের হাড়ের গুঁড়ো। স্বামী সেই কথা শুনে তান্ত্রিকের থেকে মানুষের হাড়ের গুড়োর পাউডার তাঁর স্ত্রীর জন্য নিয়ে যান। কিন্তু এমএ পাশ স্ত্রী কালো জাদুর মানুষের পাউডার খেতে রাজি হননি। এরপরেও তাঁর স্বামী ও পরিবারের লোকেরা জোর করে তাকে সেই পাউডার খাওয়ায়। মহিলা পরে পুলিশের দ্বারস্থ হয়ে পুরো বিষয়টি জানান।

এই ঘটনায় মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তান্ত্রিক পলাতক। পুলিশ অবাক উচ্চ শিক্ষিত পরিবার তান্ত্রিকের এমন বুজরুকিতে কী করে সাড়া দিল।

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement