Patna Horror: পারিবারিক বিবাদের জের, চার বছরের শিশুর পুরুষাঙ্গ কেটে দিল প্রতিবেশী দম্পতি
এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে আক্রান্ত শিশুর পরিবার।
নয়াদিল্লিঃ চার বছরের শিশুর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেল প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে। পারিবারিক বিরোধের জেরে এই নারকীয় ঘটনা বলে দাবি অভিযুক্তদের। ঘটনাটি ঘটেছে, বিহারের পাটনার গৌরীচক এলাকায়। অভিযোগ,পারিবারিক বিবাদের কারণে শিশুর উপর অত্যাচার চালায় প্রতিবেশী দম্পতি। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে ফেলে পালায় অভিযুক্তরা। শিশুকে বহুক্ষণ দেখতে না পেয়ে তাকে খুঁজতে শুরু করে পরিবারের লোকজনেরা। এরপরই বাড়ির পাশের একটি জায়গা থেকে অচেতন অবস্থায় ওই শিশুকে উদ্ধার করা হয়। এরপর শিশুকে পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে আক্রান্ত শিশুর পরিবার। সাব-ডিভিশনাল পুলিশ অফিসার রঞ্জন কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত দম্পতি। তাদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)