Usha Uthup Jaago Re Song: অরিজিতের পর আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে গান বাঁধলেন ঊষা উত্থুপ, প্রজ্বলিত মোমবাতি হাতে গাইলেন 'জাগো রে'

সঙ্গীতশিল্পী তাঁর 'জাগো রে' মিউজিক ভিডিয়োর মধ্যে দিয়ে অন্ধকার প্রেক্ষাপটে মোমবাতি জ্বালিয়ে জেগে ওঠার ডাক দিয়েছেন।

Usha Uthup Jaago Re Song (Photo Credits: YouTube)

Usha Uthup Jaago Re Song: শহর কলকাতার বুকে সরকারি হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসক পড়ুয়ার খুন এবং ধর্ষণের ঘটনায় বিচার চেয়ে গান লিখেছিলেন বাঙালী শিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। অরিজিতের কণ্ঠে 'আর কবে' (Aar Kobe) গান আন্দোলনকারী মনে প্রতিবাদের ধ্বনিকে যেন আরও তীব্র করে তোলে। নিজে মিছিলে হাঁটতে না পারলেও তাঁর গানের মধ্যে দিয়ে শিল্পী বার্তা দিয়েছেন, তিনিও আন্দোলনকারীদের পাশে আছেন। অরিজিতের পর আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে এবার গান বাঁধলেন পদ্মভূষণ প্রাপ্ত শিল্পী ঊষা উত্থুপ (Usha Uthup)। আন্দোলনের সমর্থনে গাইলেন 'জাগো রে' (Jaago Re)। সঙ্গীতশিল্পী তাঁর 'জাগো রে' মিউজিক ভিডিয়োর মধ্যে দিয়ে অন্ধকার প্রেক্ষাপটে মোমবাতি জ্বালিয়ে জেগে ওঠার ডাক দিয়েছেন।

ঊষা উত্থুপের 'জাগো রে'...