US Ambassador: 'তৌবা তৌবা' গানে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূতের জমজমাটি নাচ, দেখুন ভিডিও

মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি দিল্লিতে দূতাবাসে দীপাবলি উদযাপনে আবারও নাচের চমকে সবাইকে চমকে দিলেন।

US Ambassador India Eric Garcetti Dances (Photo Credit: X)

নয়াদিল্লি: দিল্লিতে মার্কিন দূতাবাসে দীপাবলি উদযাপন (Diwali Celebrations) চলছে জমিয়ে। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি আবারও তাঁর নাচের চমকে সবাইকে অবাক করে দিয়েছেন। আজ তিনি ভিকি কৌশল অভিনীত ‘ব্যাড নিউজ’-এর জনপ্রিয় গান ‘তৌবা তৌবা’ (Tauba Tauba)-তে ধামাকা নেচেছেন। দেখুন ভিডিও-