US Ambassador: 'তৌবা তৌবা' গানে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূতের জমজমাটি নাচ, দেখুন ভিডিও
মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি দিল্লিতে দূতাবাসে দীপাবলি উদযাপনে আবারও নাচের চমকে সবাইকে চমকে দিলেন।
নয়াদিল্লি: দিল্লিতে মার্কিন দূতাবাসে দীপাবলি উদযাপন (Diwali Celebrations) চলছে জমিয়ে। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি আবারও তাঁর নাচের চমকে সবাইকে অবাক করে দিয়েছেন। আজ তিনি ভিকি কৌশল অভিনীত ‘ব্যাড নিউজ’-এর জনপ্রিয় গান ‘তৌবা তৌবা’ (Tauba Tauba)-তে ধামাকা নেচেছেন। দেখুন ভিডিও-