Hina Khan Cancer: মাথায় পরচুলা, মুখে মেকআপ, কেমোথেরাপির মাঝেই শরীরের ক্ষত ঢেকে কাজে ফিরলেন হিনা

মারণ রোগে আক্রান্ত হলেও ক্যানসারের সঙ্গে লড়াইটায় যে তিনি জয়ী হবেন সে কথা বারবার বলে এসেছেন তিনি। কোন কিছুই তাঁকে দমাতে পারবে না। তাই তো অসুস্থ শরীরেই হিনা কাজ শুরু করলেন।

Hina Khan (Photo Credits Instagram)

স্তন ক্যানসারের (Breast Cancer) সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান (Hina Khan)। স্টেজ থ্রি-র পর্যায়ে রয়েছে হিনার ক্যানসার। শুরু হয়েছে কেমোথেরাপি (Chemotherapy)। প্রথম কেমো নেওয়ার অভিজ্ঞতা থেকে শুরু করে নিজের হাতে চুল কেটে ফেলা, তাঁর মায়ের প্রথম জানতে পারা যে মেয়ে ক্যানসার আক্রান্ত হয়েছেন, টুকরো টুকরো সমস্ত মুহুর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। মারণ রোগে আক্রান্ত হলেও ক্যানসারের সঙ্গে লড়াইটায় যে তিনি জয়ী হবেন সে কথা বারবার বলে এসেছেন তিনি। কোন কিছুই তাঁকে দমাতে পারবে না। তাই তো অসুস্থ শরীরেই হিনা কাজ শুরু করলেন। ক্যানসারের (Cancer) চিকিসার মাঝেই শরীরের ক্ষত ঢেকে মাথায় পরচুলা পরে, মুখে টানটান মেকআপ করে ফটোশুটের জন্যে প্রস্তুত হলেন হিনা। সেই ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ হিনার শরীরে ক্যানসারের পার্শ্ব-প্রতিক্রিয়া, ক্ষতচিহ্ন নিয়ে ছবি শেয়ার নায়িকার

দেখুন... 

 

View this post on Instagram

 

A post shared by 𝑯𝒊𝒏𝒂 𝑲𝒉𝒂𝒏 (@realhinakhan)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)