Nijeder Motey, Nijeder Gaan Song: অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার 'নিজেদের মতে, নিজেদের গান'

দলবদলের বর্তমান রাজনীতির পরিপ্রেক্ষিতে যাঁরা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন তাঁরাই বেঁধেছেন এক ঐক্যের গান। গানের নাম 'নিজেদের মতে, নিজেদের গান'। মিথ্যা আর ঘৃণার চাষ এ ভারতের বুকে হয় না, এই দেশ ভালোবাসার দেশ। এই বার্তা দিয়েই গান বাঁধলেন টলিউড এবং থিয়েটার জগতের একঝাঁক তারকা। মূলতঃ বিজেপির অপশাসনকে প্রতিরোধ করতেই হাতিয়ার করা হয়েছে এই গানকে। গানটিতে রয়েছেন বিশিষ্ট থিয়েটার শিল্পী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়, কৌশিক সেন, ঋদ্ধি সেন, ঋতব্রত মুখার্জি, সাহানা বাজপেয়ী, রেশমি সেন, চন্দন সেন, সুমন মুখ্যোপাধ্যায় প্রমুখ।

নিজেদের মতে, নিজেদের গান (Picture Credits: Youtube Videograb)

একুশের নির্বাচন কোথাও যেন বাংলাকে ফের একবার প্রমাণ করার সুযোগ করে দিচ্ছে 'হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো'। বিভেদের রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি, পিতৃতন্ত্র, মিথ্যে প্রতিশ্রুতি, মুখ থুবড়ে পড়া অর্থনীতি, মূল্যবৃদ্ধি, বেকারত্বে জেরবার গোটা ভারত। এর বিরুদ্ধে গর্জে ওঠার ডাক দিতে মিটিং, মিছিল, স্লোগান উঠেছে বহু। দলবদলের বর্তমান রাজনীতির পরিপ্রেক্ষিতে যাঁরা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন তাঁরাই বেঁধেছেন এক ঐক্যের গান। গানের নাম 'নিজেদের মতে, নিজেদের গান'। মিথ্যা আর ঘৃণার চাষ এ ভারতের বুকে হয় না, এই দেশ ভালোবাসার দেশ। এই বার্তা দিয়েই গান বাঁধলেন টলিউড এবং থিয়েটার জগতের একঝাঁক তারকা। মূলতঃ অপশাসনকে প্রতিরোধ করতেই হাতিয়ার করা হয়েছে এই গানকে।

গানটিতে রয়েছেন বিশিষ্ট থিয়েটার শিল্পী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়, কৌশিক সেন, ঋদ্ধি সেন, ঋতব্রত মুখার্জি, সাহানা বাজপেয়ী, রেশমি সেন, চন্দন সেন, সুমন মুখ্যোপাধ্যায় প্রমুখ।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement