Actor Sayak Ahead Of Pohela Boishakh: পয়লা বৈশাখে 'দিদাদের' পোশাক দিলেন সায়ক, চৈত্রের শেষ বিকেল বৃদ্ধাশ্রমে কাটল অভিনেতার, দেখুন ভিডিয়ো
এবারের পয়লা বৈশাখটা (Pohela Boishakh) একেবারে অন্যরকমভাবে কাটল সায়কের (Sayak)। টেলিভিশনের দুনিয়া থেকে বেরিয়ে সায়ক এবার বৃদ্ধাশ্রমে নববর্ষের (Noboborsho)আগের বিকেলটা কাটান। বৃদ্ধাশ্রমে চৈত্রের শেষ বিকেল কাটান টেলি দুনিয়ার এই জনপ্রিয় মুখ। সোমবার বিকেলে মায়ের সঙ্গে একটি বৃদ্ধাশ্রমে যেতে দেখা যায় সায়ককে। বৃদ্ধাশ্রমে বসবাসকারী 'দিদাদের' সঙ্গেই তিনি নববর্ষের আগের বিকেলটি কাটাতে চান বলে জানান। শুধু তাই নয়, নববর্ষের আগে একেবারে অন্যরকরম একটি বিকেল কাটান টেলিভিশনের এই জনপ্রিয় মুখ। প্রসঙ্গত অভিনয়ের পাশাপাশি একজন জনপ্রিয় ভ্লগার হিসেবেও নাম রয়েছে সায়কের। যেখানে নিজের জীবনের ছবি তুলে ধরেন এই অভিনেতা। সায়কের পরিবারে তাঁর বউদি সুস্মিতাও একজন অভিনেত্রী। ফলে টেলি জগতের এই দুই জনপ্রিয় অভিনেতার ভ্লগ দেখতেও পছন্দ করেন বহু মানুষ। সায়ক এখনও বিয়ে করেননি। মাকে জড়িয়েই তাঁর সংসার। তাই মায়ের জন্য গয়না কেনা হোক কিংবা শাড়ি, সবেতেই দেখা যায় সায়কের বিশেষত্ব।
দেখুন নববর্ষের আগের বিকেল কীভাবে বৃদ্ধাশ্রমে কাটালেন সায়ক...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)