Thank God song Manike: আরো একবার ইউহানির গানে মুগ্ধ দর্শকরা, পর্দায় চেনা ঝলক নিয়ে ফিরলেন নোরা ফতেহি(দেখুন ভিডিও)

বিতর্ককে এক পাশে সরিয়ে মুক্তি পেল থ্যাংক গড ছবির গান 'মানিকে'। অনেক দিন পর তাঁর পরিচিত ঝলক নিয়ে পর্দায় ফিরেছেন নোরা ফতেহি।

Photo Credit_Youtube

অজয় দেবগণ(Ajay Devgn) ও সিদ্ধার্থ মালহোত্র (Sidharth Malhotra) অভিনীত নতুন ছবি 'থ্যাঙ্ক গড' (Thank God) মুক্তি পেতে চলেছে আসন্ন দীপাবলিতে। ইতিমধ্যেই আইনি প্যাচে ইন্দ্র কুমারের এই ছবি। বিতর্ককে এক পাশে সরিয়ে আজ (১৬ সেপ্টেম্বর) সকালেই মুক্তি পেল এই ছবির গান 'মানিকে'। অনেক দিন পর তাঁর পরিচিত ঝলক নিয়ে পর্দায় ফিরেছেন নোরা ফতেহি।শ্রীলঙ্কান সঙ্গীতশিল্পী ইউহানির(Yohani) মানিকে মাগে হিতে গানটি গত বছর পুজোর আগে ছিল সবচেয়ে হিট গান। সেই গানের হিন্দী ভার্সন মুক্তি পেল আবারো পুজোর ঠিক আগেই। তবে এবার শুধু ইউহানি নন, এই গানে গলা মিলিয়েছেন  জুবিন ও সূর্য রঘুনাথন।  মুক্তি পাওয়ার এক ঘণ্টার মধ্যেই এটি শুনে ফেলেছেন ৯ লাখ দর্শক।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif