Tannishtha Chatterjee Cancer: ক্যান্সারের শেষ পর্যায়ে দাঁড়িয়ে বিদ্যা বালানদের কী বললেন বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্য়ায়
'লায়ান', 'জোরাম', 'অ্যাংরি ইন্ডিয়ান গডেসিস', 'পার্চাড'-এর মত সিনেমায় অভিনয় করা তন্নিষ্ঠার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর শুনে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন শাবানা আজমি, বিদ্য়া বালান থেকে দিয়া মির্জা, কঙ্গনা শেন শর্মা ও দিব্যা দত্তরা।
Tannishtha Chatterjee Cancer: ক্য়ান্সারের শেষ পর্যায়ে বাঙালি তারকা অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্য়ায়। আট মাস আগে ধরা পড়া অলিগোমেটাস্ট্যাটিক ক্যান্সার এখন তন্নিষ্ঠার চতুর্থ পর্যায়ে রয়েছে। 'লায়ান', 'জোরাম', 'অ্যাংরি ইন্ডিয়ান গডেসিস', 'পার্চাড'-এর মত সিনেমায় অভিনয় করা তন্নিষ্ঠার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর শুনে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন শাবানা আজমি, বিদ্য়া বালান থেকে দিয়া মির্জা, কঙ্গনা শেন শর্মা ও দিব্যা দত্তরা। এই কারণে শাবানা আজমি, বিদ্যা, দিয়া, কঙ্গনা, দিব্যাদের ধন্যবাদ জানিয়েছেন তন্নিষ্ঠা। পাশাপাশি রিচা চাড্ডা, আলি ফজল, উর্মিলা মাতন্ডোকর, সন্ধ্য়া মৃদুলদের মত সহ অভিনেতা ও অভিনেত্রীদেরও ধন্যবাদ জানিয়েছেন ক্যান্সারে আক্রান্ত বাঙালি অভিনেত্রী। তিনি তাঁর মহিলা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা এই কঠিন সময়ে তাঁকে শক্তি জুগিয়েছেন ও পাশে থেকেছেন।
ক্যান্সারের কারণেই তার বাবাকে হারিয়েছেন তন্নিষ্ঠা। এবার সেই কর্কট রোগ তাঁকে জীবনের কঠিন সময়ে নিয়ে এসেছে। কার্যত গোটা বলিউড তাঁর পাশে এসে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে তন্নিষ্ঠা লিখেছেন, "গত ৮ মাস আমার জন্য অবিশ্বাস্য কঠিন ছিল, যা বলে বোঝানো যাবে না। যেন বাবাকে ক্যান্সারে হারানোর শোক যথেষ্ট ছিল না। ৮ মাস আগে আমি চতুর্থ পর্যায়ের অলিগো মেটাস্ট্যাটিক ক্যান্সারে আক্রান্ত হয়েছি।"
দেখুন খবরটি
দেখুন খবরটি
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)