Prayag Raj Sharma Passes Away: বিখ্যাত লেখক-পরিচালক প্রয়াগ রাজ শর্মার প্রয়াণে শোকপ্রকাশ অনিল কাপুর, শাবানা আজমি

অমিতাভ বচ্চনের কুলি থেকে অমর আকবর অ্যান্টনি, মর্দ, গঙ্গা যমুনা সরস্বতী-র মত চিরকালীন হিট সিনেমার লেখক, সংলাপ লেখিয়ে তথা পরিচালক প্রয়াগ রাজ শর্মার প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।

Prayag Raj Sharma Passes Away.

অমিতাভ বচ্চনের কুলি থেকে অমর আকবর অ্যান্টনি, মর্দ, গঙ্গা যমুনা সরস্বতী-র মত চিরকালীন হিট সিনেমার লেখক, সংলাপ লেখিয়ে তথা পরিচালক প্রয়াগ রাজ শর্মার প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। গতকাল, বিকেল ৪টে নাগাদ ৮৮ বছর বয়েসে তিনি প্রয়াত হন। একের পর এক হিট সিনেমা লিখে, চিত্রনাট্য সাজিয়ে, সংলাপ বসিয়ে ব্যাপক জনপ্রিয় হওয়ার তিনি অমিতাভ বচ্চন, রজনিকান্ত, কমল হাসান, হেমা মালিনী 'গ্রেফতার' (১৯৮৫) সিনেমাটি পরিচালনা করেন। বেশ কিছু সিনেমায় তিনি গান, কম্পোজও করেন।

তাঁর মৃত্য়ুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা অনিল কাপুর।

দেখুন অনিল কাপুরের টুইট

— Anil Kapoor (@AnilKapoor) September 24, 2023

দেখুন শাবানা আজমির টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now