Salman Khan: সলমন খানকে ফের হত্যার হুমকি, ২ কোটি টাকা মুক্তিপণ দাবি
৫ কোটির পর এবার ২ কোটি টাকার মুক্তিপণ দাবি...
নয়াদিল্লি: দীপাবলির আগে ফের একবার প্রাণনাশের হুমকি (Death Threat) বার্তা পেলেন বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)। অভিনেতার কাছ থেকে ২ কোটি টাকা দাবি করা হয়েছে। গত মঙ্গলবার সালমান খানকে হত্যার হুমকি দেওয়া, দাবি করা হয় ৫ কোটি টাকা না দিলে তাঁকে হত্যা করা হবে। এবার সলমন খানকে হুমকি বার্তায় লেখা আছে মুক্তিপণের ২ কোটি টাকা না দিলে তাঁকে হত্যা করা হবে। সালমান খানের হুমকির এই বার্তা আবারও মুম্বই ট্রাফিক কন্ট্রোল রুমে দেওয়া হয়েছে। সলমন খানকে হুমকির ঘটনায় ওরলি থানা ৩০৮ (৪) এবং ৩৫৪ (২) ধারায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। দেখুন-