Dhurandhar Shooting Set Leaked Video: 'ধুরন্ধর'এ খিলজি অবতারে রণবীর, শুটিং সেট থেকে ফাঁস দৃশ্য়, সামনে এল সঞ্জয় দত্তের লুকও, দেখুন
শুটিং সেট থেকে ফাঁস হওয়া ওই ভিডিওতে রণবীরকে লম্বা চুল এবং দাঁড়িতে দেখা গিয়েছে। অভিনেতার এই লুক 'পদ্মাবত'এর খিলজি চরিত্রের কথা স্মরণ করাচ্ছে নেটবাসীকে।
এবার পর্দায় একসঙ্গে দুই 'ধুরন্ধর' অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) এবং সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। আদিত্য ধর পরিচালিত আসন্ন ছবিতে পর্দা ভাগ করে নিয়েছেন তাঁরা। জমিয়ে চলছে শুটিং পর্ব। সোমবার 'ধুরন্ধর'এর (Dhurandhar) সেট থেকে ফাঁস হল রণবীর এবং সঞ্জয়ের চরিত্রের লুক। শুটিং সেট থেকে ফাঁস হওয়া ওই ভিডিওতে রণবীরকে লম্বা চুল এবং দাঁড়িতে দেখা গিয়েছে। অভিনেতার এই লুক 'পদ্মাবত'এর (Padmaavat) খিলজি চরিত্রের কথা স্মরণ করাচ্ছে নেটবাসীকে। অন্যদিকে সঞ্জয় দত্তের লুকও ছিল বেশ নজরকাড়া। প্রবীণ অভিনেতাকে সাদা কুর্তা এবং পায়জামা দেখা গিয়েছে। সঙ্গে ধূসর রঙের শাল। রণবীর এবং সঞ্জয় ছাড়াও ধুরন্ধরে আরও অভিনয় করেছেন আর মাধবন (R Madhavan), অক্ষয় খান্না (Akshaye Khanna) এবং অর্জুন রামপাল (Arjun Rampal)। ছবির মুক্তি সম্পর্কে নির্মাতাদের তরফে এখনও কিছু জানানো হয়নি।
'ধুরন্ধর'এর শুটিং সেট থেকে ফাঁস রণবীর এবং সঞ্জয়ের লুকঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)