Shamshera Song Fitoor: 'শমশেরা'র গানে মারকাটাারি প্রেম, চুটিয়ে রোম্যান্স করছেন রণবীর ও বনি কাপুর; দেখুন ভিডিও

আগামী ২২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই 'শমসেরা' ছবির পোস্টার, টিজার নেটদুনিয়ায় ঝড় তুলেছে। আজ তো রণবীর ও বনি কাপুরের মাখো মাখো প্রেমের রসায়ন ভরা গান 'ফিতুর' প্রকাশ্যে (Shamshera Song Fitoor) আনল প্রযোজনা সংস্থা

Shamshera Song Fitoor, video screen grab

আগামী ২২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই 'শমসেরা' ছবির পোস্টার, টিজার নেটদুনিয়ায় ঝড় তুলেছে। আজ তো রণবীর ও বনি কাপুরের মাখো মাখো প্রেমের রসায়ন ভরা গান 'ফিতুর' প্রকাশ্যে  (Shamshera Song Fitoor) আনল প্রযোজনা সংস্থা। জলের তলায় চুম্বন, খোলা আকাশের নিচে রোম্যান্স, সবমিলিয়ে শমশেরা যেন বিনোদনের শেষকথা। 

দেখুন ভিডিও

এই ছবিতে কাল্পনিক শহর কাজায় থাকেন রণবীর ও বনি। নিজের জনগোষ্ঠীকে বাঁচিয়ে রাখতে শ্রমিক থেকে একদিন জননেতা হয়ে উঠলেন রণবীর। তাঁর প্রেমিকা বনি কাপুর। আর প্রতিপক্ষ দারোগা সুধ সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। গানটি দেখতে শুরু করলে ঘোরের মধ্যে চলে যাবেন।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)