Raghu Dakat: 'রঘু ডাকাত'-এর মুক্তির পুজো, নৈহাটির বড় মা-র মন্দিরে ইধিকাকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন দেব, দেখুন

DEV, Idhika Paul (Photo Credit: FB)

মুক্তি পাচ্ছে রঘু ডাকাত (Ragu Dakat)। পুজোর বাজারে যখন রক্তবীজ, দেবী চৌধুরানী-র মত সিনেমা মুক্তি পাচ্ছে, সেই সময় রঘু ডাকাত নিয়ে দর্শকের উত্তেজনা চরমে। ধূমকেতু তৈরির ১০ বছর পর যেমন দেব (DEV), শুভশ্রী সিনেমা নিয়ে উত্তজেনা চরমে ছিল, তেমনি রঘু ডাকাতও সুপারহিট হবে বলেই মনে করছে বিভিন্ন মহল। রঘু ডাকাতের মুক্তি উপলক্ষ্যে নৈহাটিতে বড় মা-র মন্দিরে পুজো দিলেন দেব। নায়িকা ইধিকা পালকে (Idhika Pual) সঙ্গে নিয়ে বড় মা-র মন্দিরে পুজো দিতে দেখা যায় দেবকে।

রঘু ডাকাতে দেব এবং ইধিকা পালের পাশাপাশি রয়েছেন অনির্বাণ চট্টোপাধ্যায়, সোহিনী, রূপা গঙ্গোপাধ্যায়ের মত অভিনেতারা। ফলে দেবের মহিমা হোক কিংবা অনির্বাণের অভিনয় বা সোহিনী, ইধিকার সৌন্দর্য, সবকিছুতেই রঘু ডাকাত যে ফের বাজিমাত করবে, তেমন মনে করছেন অনেকেই।

তবে রক্তবীজ, দেবী চৌধুরানীর মত সিনেমার সঙ্গে দেবের ছবিকেও কড়া টক্কর এই পুজোর মধ্যে দিতে হবে বলেও মনে করছেন সিনেমাপ্রেমীদের একাংশ।

দেখুন বড় মা-র মন্দিরে পুজো দিলেন দেব এবং ইধিকা...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement